সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় গ্যারেজ মালিকের হাতে শিশু শ্রমিক নির্যাতনের অভিযোগ

পেকুয়ায় গ্যারেজ মালিকের হাতে শিশু শ্রমিক নির্যাতনের অভিযোগ


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় এক গ্যারেজ মালিক মিনহাজ উদ্দিন (৮) নামের এক শিশু শ্রমিকের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপর প্রশাসন গ্যারেজ মালিক তৌহিদুল ইসলামকে আটক করেছে। গত মঙ্গলবার (১৪আগস্ট) সকালে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশু শ্রমিক মিনহাজ উদ্দিন উপজেলার টইটং ইউনিয়নের পোড়াদিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, শিশু মিনহাজ উদ্দিন তৌহিদুল ইসলামের মালিকানাধীন গ্যারেজে শ্রমিকের কাজ করতো।

মঙ্গলবার সকালে সামান্য অভিযোগে তাকে নির্দয়ভাবে পিটুনি দেয় গ্যারেজ মালিক তৌহিদ। এতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার এবং গ্যারেজ মালিককে আটক করি।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব-উল করিম স্যারের নির্দেশে নির্যাতক তৌহিদুল ইসলামকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব-উল করিম জানান, স্থানীয়দের মারফৎ খবর পেয়ে বিষয়টি তড়িৎ গতিতে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেই। শিশু নির্যাতন একটি মারাত্মক অপরাধ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/