সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সন্ত্রাসী হামলা

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সন্ত্রাসী হামলা

সংগৃহীত ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামের প্রবেশপথে হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে হামলাকারী ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার সকালে এক ব্যক্তি ছুরি হাতে মিউজিয়ামে প্রবেশের চেষ্টা করেন। তিনি ‘আল্লাহু আকবর’ বলে এক নিরাপত্তা কর্মীর ওপর আক্রমণ করেন। এতে সেই সেনা সামান্য আহত হন। এ সময় দায়িত্বরত অপর এক সেনা হামলাকারীকে লক্ষ্য করে গুলি করলে হামলাকারী ব্যক্তি গুরুতর আহত হন।

এদিকে এ ঘটনায় প্রাথমিকভাবে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দেশটির সরকার একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।

এ ছাড়া এ ঘটনার পর জাদুঘরটির আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে সাময়িকভাবে বন্ধ রয়েছে জাদুঘর পরিদর্শনের কার্যক্রমও।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/