সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রতাপশালী বাঘা সালাহউদ্দিনের অনুসারি চকরিয়ার প্রভাবশালীরা নিশ্চুপ

প্রতাপশালী বাঘা সালাহউদ্দিনের অনুসারি চকরিয়ার প্রভাবশালীরা নিশ্চুপ

Saka Chow.-2মুকুল কান্তি দাশ, চকরিয়া:

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী কক্সবাজারের চকরিয়ার মানুষের কাছে পরিচিত ছিলেন‘বাঘা সালাহউদ্দিন’ নামে। ১৯৯১ সালে বাঘ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার-১ (বৃহত্তর চকরিয়া)আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেয়ায় তার এই নতুন পরিচিতি। ওই নির্বাচনে চকরিয়ার অতিচেনা প্রভাবশালী অনেক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তি সাকার পক্ষে নির্বাচন পরিচালনা করেন। তাদের দাপটে ভিন্ন চিন্তার মানুষ কোনঠাসা হয়ে পড়েছিল। এরপরও ওই নির্বাচনে লাখ লাখ টাকা ছিটিয়ে প্রায় ২৩ হাজার ভোট পেয়ে তৃতীয় হয় সাকা।Saka Chow

যে কাউকে উদ্দেশ্য করে ব্যাঙ্গাত্মক উক্তি ছুড়ে দিতে ওস্তাদ সেই দাপুটে সাকার ফাঁসির দন্ড বহাল রেখেছে উচ্চতর আদালত। ফাঁসির কার্যকর হতে পারে যেকোন সময়। এই অবস্থায় সাকার পক্ষে থাকা বৃহত্তর চকরিয়ার প্রভাবশালীদের প্রতিক্রিয়া জানতে এই প্রতিবেদক অনেক চেষ্টা করে শুক্রবার। কিন্তু সাকার ব্যাপারে অভিমত জানতে চাইলেই মুঠোফোনে সংযোগ বন্ধ করে দেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। আবার কয়েকজন সামনে পড়েও এড়িয়ে যান। সাকা ভক্ত হিসেবে ব্যাপক পরিচিত প্রভাবশালীদের মধ্যে পেকুয়ার একজন ইতিপূর্বে মৃত্যু বরণ করলেও চকরিয়ার একজন সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বেশ ক’জনের দাপুটে বিচরণ রয়েছে এখনও। এরপরও সাকা বলতেই পাশ কাটাচ্ছেন তারা।এতে এলাকার লোকজন বলাবলি করছে প্রভাবশালীরা যত ক্ষমতাধরই হোকনা কেন তারা সব সময় সুসময়ের বন্ধু থাকে দু:সময়ের নয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/