সাম্প্রতিক....
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর সঙ্গে আইআরসি’র প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইআরসি’র প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে, বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক উদ্ধার কমিটির প্রধান নির্বাহী ডেভিড মিলিব্যান্ড শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি।

বেলা ১২টায় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান আন্তর্জাতিক উদ্ধার কমিটি-IRC এর প্রধান নির্বাহী ডেভিড মিলিব্যান্ড।

সাক্ষাতে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- বাস্তচ্যুত রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের জানান, বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ডেভিড মিলিব্যান্ড।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/