Home / প্রচ্ছদ / ধর্মীয় / প্রবারণা পূর্ণিমা আজ

প্রবারণা পূর্ণিমা আজ

Probarona Purnima ( Puja Day ); coxview.com; প্রবারণা পূর্ণিমা আজ, কক্সভিউ ডট কম; https://coxview.com/probarona-purnima-puja-day-coxview-com-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86/
ফাইল ফটো

অনলাইন ডেস্ক :

এটি বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। শুধু বাংলাদেশের বৌদ্ধরা নয়, বিশ্বের সকল বৌদ্ধরা এ শুভ তিথিটি যথাযথ ধর্মীয় মর্যাদায়, ভাব গাম্ভীর্যে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করছে। এ দিনটিকে কেন্দ্র করে সারা বিশ্বে বৌদ্ধবিহারে ও বাসা-বাড়িতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উদযাপন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি উদযাপন করে আসছেন। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।

 

আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিবসটি পালন করে আসছেন। তাই ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এ প্রবারণা তিথি। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় একমাস দেশের প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবর দানোৎসব। প্রবারণা পূর্ণিমার অন্য একটি উৎসবময় দিক হলো ফানুস উত্তোলন।

 

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ি পূর্ণিমা থেকে তিন মাস বর্ষাব্রত পালন করার পর আশ্বিনী পূনিমা তিথিতে এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষু তাদের সাধনা সিদ্ধির জন্য ধ্যান, সাধনা সংযম পালন করে থাকেন। এই তিন মাস তারা তাদের নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বৌদ্ধ বিহারে রাত্রি যাপন করতে পারেন না।

 

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধবিহারে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এরমধ্যে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধপূজা, পঞ্চশিল ও অষ্টাঙ্গ উপসথ শিল গ্রহণ, মহাসংসদান, অতিথি আপ্যায়ন, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, প্রদীপ পূজা, আলোকসজ্জা, বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা, ফানুস ওড়ানো ও বুদ্ধকীর্তন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

প্রতিমা বিসর্জনে এসে নিখোঁজ প্রবাল দে প্রান্তের মরদেহ উদ্ধার https://coxview.com/wp-content/uploads/2024/10/water-Lash-Probal-Sagar-.14-10-24.jpeg

প্রতিমা বিসর্জনে এসে নিখোঁজ প্রবাল দে প্রান্তের মরদেহ উদ্ধার 

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে এসে নিখোঁজ হওয়া ঈদগাঁও উপজেলার কিশোর প্রবাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/