সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ফলোআপ.. পেকুয়ায় ফরায়েজীর মৃত্যু রহস্য উদঘাটনে গ্রেপ্তার মহিলাসহ পাঁচ আসামি তিনদিনের রিমান্ডে

ফলোআপ.. পেকুয়ায় ফরায়েজীর মৃত্যু রহস্য উদঘাটনে গ্রেপ্তার মহিলাসহ পাঁচ আসামি তিনদিনের রিমান্ডে

ফলোআপ... পেকুয়ায় ফরায়েজীর মৃত্যু রহস্য উদঘাটনে গ্রেপ্তার মহিলাসহ পাঁচ আসামি তিনদিনের রিমান্ডে

মুকুল কান্তি দাশ, চকরিয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন ফরায়েজির মরদেহ উদ্ধারের পর আটদিন অতিবাহিত হলেও মৃত্যুর সঠিক তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ফলে হত্যা মামলার এজাহারনামীয় গ্রেপ্তার হওয়া মহিলাসহ পাঁচ আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ শহীদ উল্যাহ। এ আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার বিচারক মাহমুদুল ইসলাম শুনানী শেষে ধৃত ৫জনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ফলে গতকাল বুধবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন, অটোরিকশা চালক হিরাবনিয়া গ্রামের জসিম উদ্দিন, বটতলী গ্রামের শামরুখ বেগম, পশ্চিম সোনাইছড়ির নেজামত উল্লাহ, নাপিতখালী এলাকার মাহমুদুল করিম ও জাফর আলম।

তদন্ত কর্মকর্তা শহীদ উল্যাহ বলেন, সাহাবউদ্দিন ফরায়েজীর মৃত্যুর কারন নির্ণয় না হওয়ায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।

উল্লেখ্য গত ৭ অক্টোবর সকালে পেকুয়া উপজেলার বটতলী ছড়া থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন ফরায়েজির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন রাত সাড়ে নয়টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের ঘটনায় নিহতের ছেলে মেহেদি হাসান ফরায়েজি বাদি হয়ে ১০ অক্টোবর ১৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে ১২ অক্টোবর আরো দুই জনকে হেফাজতে নেয়া হলেও পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেননি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/