সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা

বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা

Bijoy Mela - 2দীপক শর্মা দীপু; কক্সভিউ :

‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙ্গালীর অসাম্প্রদায়িক অঙ্গীকার’ এই শ্লোগানের আলোকে বর্ণাঢ্য আয়োজনে ৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে ২০ ডিসেম্বর। কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আজ বিকাল ৩ টায় জমায়েত হবে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী কক্সবাজারের সকলস্তরের মানুষ। এরপর বর্ণাঢ্য বিজয় র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার উদ্বোধন হবে।

বিকাল ৪ টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, জয় বাংলা গানে মুখরিত হবে বিজয়মঞ্চ। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। একইভাবে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দেশে বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

মেলায় থাকবে বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল। ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল মোস্তফা। বক্তব্য রাখেন বিজয়মেলা উদযাপন পরিষদের মহাসচিব মুজিবুর রহমান চেয়ারম্যান, পরিষদের কর্মকর্তা এডভোকেট তাপস রক্ষিত, রহিম উদ্দিন, মাহবুব আলম মুকুল, ইঞ্জিনিয়ার বদিউল আলম, নজিবুল ইসলাম, উজ্জ্বল কর।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/