সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘বাংলাদেশে মাতবরি করতে চায় বিদেশিরা’

‘বাংলাদেশে মাতবরি করতে চায় বিদেশিরা’

kamrul Hasan

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিদেশি রাষ্ট্রগুলো জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করে মাতবরি করতে চায়। কিন্তু ফ্রান্স, ইরাক, সিরিয়া, আফগানিস্তানসহ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যখন জঙ্গি হামলায় নিহত হয় তাদের মুখ থেকে কোনো কথা বের হয় না।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি বিদেশিদের স্পষ্ট করে বলতে চাই আমাদের দেশে কোনো আইএস নেই। জঙ্গি হিসেবে যাদের পুলিশ আটক করেছে তারা আগে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।’

কামরুল বলেন, ‘দীর্ঘদিন প্রশাসন স্বাধীনতা বিরোধীদের দখলে ছিল। আমাদের সাত বছরের ক্ষমতায় এদের হটিয়ে দেওয়া সম্ভব নয়। সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে, যারা এখনো ঘাপটি মেরে প্রশাসনের ভেতরে বসে আছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।’

দেশের চলমান জঙ্গি হামলায় জামায়াত প্রত্যক্ষভাবে জড়িত দাবি করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে যে জঙ্গি হামলা হয়েছে এটি আইএস বা তালেবানি হামলা নয়, জামায়াত-শিবির প্রত্যক্ষভাবে এই হামলা করেছে, আর তাদের সহযোগিতা করছে বিএনপি।’

বাংলাদেশ কোনো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশনে চলবে না, তাই তাদের প্রেসক্রিপশনে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ইঙ্গিত করে শাজাহান খান বলেন, ‘এরা ১৩ সালে সংলাপের কথা বলতে বলতে পাগল হয়ে গিয়েছিলেন। এখন আবার তারা জাতীয় ঐক্যের কথা বলছে। আসলে এরা দু’জন মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক।’

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, শোলাকিয়া ঈদগাহর ইমাম ফরিদ উদ্দিন আহমেদ মাসুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক এম. এ. করিম প্রমুখ।

সূত্র: risingbd.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/