সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / বান্দরবানে মাটি চাপা পড়ে নারীসহ ৫ শ্রমিক নিহত

বান্দরবানে মাটি চাপা পড়ে নারীসহ ৫ শ্রমিক নিহত

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড় ধসে নারীসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১ মে) দুপুর ১২টায় মনজয় পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনজয়পাড়ার মোহাম্মদ সুলতানের ছেলে আবু আহমেদ (৩০), শাহ আলমের ছেলে মো. জসিম (২৫), মৃত আবদুস শুক্কুরের ছেলে নুরুল হাকিম (২৫) ও সোনা মেহের (৩৫), হালিম (৩৮)। এ সময় মোহাম্মদ বেলালের ছেলে নুর মোহাম্মদকে (২৭) জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যামরা উ মারমা জানান, সকালে পাহাড়ে ব্যক্তি মালিকানাধীন একটি ড্রেনেজের কাজ করছিল ৬ শ্রমিক। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দুপুরে হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে তারা সবাই মাটিচাপা পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নূর মোহাম্মদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে বাকিরা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান অংশ নেয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সরোয়ার কামাল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। জীবিত উদ্ধার ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/