সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বান্দরবানে শান্তি শৃঙ্খলা স্থাপনে হেডম্যান কারবারী সম্মেলন

বান্দরবানে শান্তি শৃঙ্খলা স্থাপনে হেডম্যান কারবারী সম্মেলন

Rafiq - Lama 2.04.16 news 1pic -f1

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক ২ এপ্রিল শনিবার সকালে মৌজা ও পাড়া প্রধান হেডম্যান কারবারীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা স্থাপন ও প্রথাগত সামাজিক প্রতিষ্ঠানকে ক্ষমতায়ন করার মধ্য দিয়ে হেডম্যান কারবারীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়েছে সম্মেলনে।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফকরুল আহসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের বোমাং রাজা উচপ্রু চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তা এবং বোমাং সার্কেলের ১০৯টি মৌজার হেডম্যান কারবারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হেডম্যান কারবারীরা তাদের এলাকার ভূমি সমস্যাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। রিজিয়ন কমান্ডার ও বোমাং রাজা বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। বান্দরবানের ৭টি উপজেলার বিভিন্ন জায়গা থেকে হেডম্যান কারবারীরা এই সম্মেলনে যোগ দেয়।

বান্দরবানে এই প্রথম এ ধরনের কোন সম্মেলন অনুষ্ঠিত হলো।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ কারাগারে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/