সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / বিশ্বের সবচেয়ে বড় গোলাপি রুবি রেকর্ড দামে বিক্রি

বিশ্বের সবচেয়ে বড় গোলাপি রুবি রেকর্ড দামে বিক্রি

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2023/06/Big-Pink-Ruby.jpg?resize=540%2C330&ssl=1

অনলাইন ডেস্ক :

 

সাধারণত রেকর্ড দামে রত্নপাথর বিক্রিতে হীরার দাপটই বেশি থাকলেও রুবিকে বিশ্বের বিরল ও সবচেয়ে মূল্যবান রত্নপাথর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। হীরা, চুনি, পান্নার চেয়েও দাবি মনে করা হয় এই পদার্থকে। বিশ্বের সবচেয়ে বড় রুবিটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। খবর সিএনএনের।


জানা গেছে, কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে গোলাপি এই রুবিটি আবিষ্কার করে। ৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস এটি নিলামে তোলে।


এটি ৩৪.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। অত্যন্ত বিরল রঙের এই গোলাপি রুবিটি নিয়ে ক্রেতাদের আগ্রহ ছিল অনেক।


সোথবিসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি। এটাই এতদিন পর্যন্ত সবচেয়ে দামি রুবির রেকর্ড দখল করে রেখেছিল।


গত বছরের জুলাই মাসে খনি থেকে ইসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করার সময় রুবিটি ছিল ১০১ ক্যারেটের। পরে এটিকে কেটে ও পলিশ করে ৫৫ ক্যারেটে রূপ দেওয়া হয়েছে। এর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি প্রাণবন্ত লাল রঙে পরিণত হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/