সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / বৈরী আবহাওয়া, সাগর উত্তাল : টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে নৌকা চলাচল বন্ধ : আটকা পড়েছে অর্ধশত যাত্রী

বৈরী আবহাওয়া, সাগর উত্তাল : টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে নৌকা চলাচল বন্ধ : আটকা পড়েছে অর্ধশত যাত্রী

সেন্টমার্টিন দ্বীপ : আকাশ থেকে দেখা। (ছবি সংগৃহীত)

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
বৈরী আবহাওয়া সাগর উত্তাল হওয়ার কারনে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৩০ জুন রবিবার থেকে বিভিন্ন প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের অর্ধশতাধিক নারী-পুরুষ টেকনাফে আটকা রয়েছে। ১লা জুলাই সোমবার সকালেও এই রুটে কোন নৌযান চলাচল করেনি বলে জানালেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ। রবিবার উপজেলা পরিষদের একটি কর্মশালায় অংশগ্রহন করতে এসে তিনি নিজেও আটকা পড়েছেন বলে জানান।

বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার কারনে সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

১লা জুলাই সোমবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালি নৌঘাটে গিয়ে দেখা যায় সেন্টমার্টিনগামী ৪০-৫০ জন যাত্রীকে নৌঘাটে ভিড় করতে দেখা যায়। অবশেষে তারা সেন্টমার্টিন যেতে না পেরে নিজস্ব আত্মীয়-স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে অবস্থান নিয়েছে।

এদিকে গভীর বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত দু’দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালবাহী ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে এই নৌ-রুটে কোনো ধরনের নৌযান চলাচল করতে পারছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান জানান, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এই নৌ-রুটে সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর শান্ত হলে পুনরায় নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-ঘাট এলাকার ব্যবসায়ীরা অভিমত প্রকাশ করে বলেন, বিগত কয়েক বছর ধরে দেখে আসছি বর্ষাকাল এলে এবং সাগরে সতর্কতা সংকেত জারী হলে সেন্টমার্টিনগামী যাত্রী ও মালবাহি ট্রলার গুলোর চলাচল বন্ধ হয়ে যায়। কারণ ঐ সময়ে সাগর উত্তাল থাকে। তাই নৌকার মাঝিমাল্লা ও সেন্টমার্টিনগামী যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে চায়না।

উল্লেখ্যঃ এপ্রিল মাস থেকে পর্যটক জাহাজের চলাচল বন্ধ হয়ে গেলে এসময়টা ট্রলারেই যাতায়াত করে থাকে দ্বীপের বাসিন্দারা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/