সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতীয় সেনাবাহিনীতে বড় ধাক্কা : ২৭ হাজার সদস্যের পদত্যাগ

ভারতীয় সেনাবাহিনীতে বড় ধাক্কা : ২৭ হাজার সদস্যের পদত্যাগ

ভারতের প্রতিরক্ষার জন্য এক বড়সড় ধাক্কা। সমীক্ষা বলছে, ক্রমশ সেনাবাহিনী ছেড়ে বেসরকারি চাকরিতে যুক্ত হচ্ছে জওয়ানরা। গত দু’বছরে এই সংখ্যাটা বেড়েছে বলেই জানা যাচ্ছে। অনেকেই স্বেচ্ছা অবসর নিয়ে নিচ্ছেন বলে জানা যাচ্ছে। রিপোর্ট বলছে গত তিন বছরে অন্তত ২৭,৮৬২ সেনা জওয়ান চাকরি ছেড়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৮-র ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২৭,৮৬২ জন জওয়ান চাকরি ছেড়েছেন। লোকসভায় এমনই তথ্য পেশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৭ তে ১৪,৫৮৭ জন জওয়ান পদত্যাগ করেছেন। এর মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের গ্যাজেটেড অফিসারও রয়েছেন। রয়েছেন সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ ও অসম রাইফেলসের অফিসারেরা। তারা নিজেদের ইচ্ছায় পদত্যাগ করেছেন।

কেবলমাত্র ৩,৪২২ জওয়ান পদত্যাগ করেছেন ২০১৫ তে। ৮,৯১২ জন ২০১৬ তে। সিআরপিএফের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি দেখা যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১,১৫৬ জন কনস্টেবল ও হেড কনস্টেবলও পদত্যাগ করেছেন।

মোদির নামে ‘শ্রী’ না জোড়ায় সাত দিনের বেতন কাটা!

টাইমস অব ইন্ডিয়া

প্রধানমন্ত্রীর নাম উল্লেখের সময় ‘মাননীয়’ বা ‘শ্রী’ ব্যবহার না করায় সাত দিনের বেতন কেটে নেয়া হলো এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে নদিয়ার মাহাতপুরে বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে।

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি রুটিন প্যারেডে অংশ নিয়েছিলেন বিএসএফের এক কনস্টেবল। তার নাম সঞ্জীব কুমার। সেখানে একটি রিপোর্ট দেয়ার সময় তিনি ‘মোদি প্রোগ্রাম’র কথা উল্লেখ করেন।

ওই সময় ‘মোদি প্রোগ্রাম’ বলার আগে ‘মাননীয়’ বা ‘শ্রী’ ব্যবহার করেননি সঞ্জীব কুমার। ফলে বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের প থেকে ওই কনস্টেবলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ আনা হয়।

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/