সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতের কয়েকটি রাজ্যে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, স্কুল বন্ধ

ভারতের কয়েকটি রাজ্যে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, স্কুল বন্ধ

সম্প্রতি ভারতে টানা বৃষ্টিপাতের পর ভয়াবহ ধূলিঝড়ে প্রাণ হারিয়েছেন ১২৯ জন। এবার ফের দেশটির আটটি রাজ্যে ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কার কথা জানাল আবহাওয়া দফতর। আগামী দু’দিনে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঝড় আছড়ে পড়বে বলে জানা গেছে। এই সতর্কবার্তা জারি হওয়ার পর রাজ্যের সব স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা।

সোমবার ও মঙ্গলবার সব স্কুল বন্ধ রাখা হবে বলে জানা গেছে। রাজ্যের বাসিন্দাদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি চাষিদের বলা হয়েছে, যাতে তারা তাদের সব ফসল চাপা দিয়ে রাখে।

এ ব্যাপারে আবহাওয়া দফতর তাদের সতর্কবার্তায় জানিয়েছে, ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ঝড় আছড়ে পড়বে। বজ্র বিদ্যুৎসহ সোমবার ওই একই গতির ঝড় হবে পঞ্জাব, হরিয়ানাতেও। মঙ্গলবারও সেই ঝড়ের রেশ থেকে যেতে পারে এই দুই রাজ্যে। এছাড়া দিল্লিতে হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া হবে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/