সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভেনেজুয়েলায় নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ১৭

ভেনেজুয়েলায় নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ১৭

দুর্ঘটনার পর ক্লাব থেকে উদ্ধার করে বাইরে আনা হচ্ছে একজনকে। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি নাইটক্লাবে পদদলিত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

১৬ জুন, শনিবার নাইটক্লাবে টিয়ার গ্যাস বিস্ফোরণের পর হুড়াহুড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্নাতক সম্পন্ন করা শতাধিক লোক ওই নাইটক্লাবে জড়ো হয়েছিলেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যস্ত রিভারোল জানান, এল প্যারিসোর মধ্যবিত্ত এলাকার ‘লস কটরোস’ ক্লাবে সংঘটিত ঘটনায় সাতজনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে দুই কিশোর ছিল যারা কাঁদানে গ্যাস ছিঁড়ে ফেলার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

৪৩ বছর বয়সী স্থানীয় সাংবাদিক নিলসন গুয়েরা বলেন, ‘আমি জানি যে, আমার ছেলে মারা গেছে।’

জুলিও সিজার নামের একজন তার আহত ছেলের বরাত দিয়ে জানান, বাথরুম থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। সবাই ক্লাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও দরজা বন্ধ ছিল।

‘ছেলেরা ক্লাবের বাইরে আসতে পারেনি’, বলেন সিজার।

ওই ক্লাবটির আনুষ্ঠানিক নাম ‘এল প্যারিসো’। এটি ‘লস কটরোস’ নামেই বেশি পরিচিত।

এ ঘটনায় পুলিশ ক্লাবের মালিককে আটক করেছে। তবে তার নাম জানা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্ঘটনার পর ক্লাবটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কারাকাস বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ রাজধানী। শহরটিতে গত বছর ২৬ হাজার ৬০০ মানুষ খুন হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র:হাসান আদিল-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/