সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনে ব্যস্ত শিক্ষার্থীরা 

মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনে ব্যস্ত শিক্ষার্থীরা 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে নানান অরাজকতা, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 

 

এবার শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশকে পুনর্গঠনে নেমে পড়ে। পুলিশ বিহীন থানা, রাস্তায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা ফেরাতে সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁও স্টেশনে শিক্ষার্থীরাও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

 

বুধবার (৭ আগস্ট) দুপরে ঈদগাঁও বাসস্টেশনে বিভিন্ন পয়েন্টে এমন চিত্র দেখা গেছে।


দেখা যায়, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নেয়ার পর থেকে যানজট মুক্ত স্বাভাবিকভাবে চলে টমটম, সিএনজি, অটো-রিক্সশাসহ দূরপাল্লার বড় বড় যানবাহন।

 

অন্যদিকে চকরিয়া, আমিরাবাদ, পদুয়া, কেরানীহাট, পটিয়া, নতুন ব্রিজের আগমুহূর্ত পয়ন্ত নানান স্থানে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালনে মহাসড়কে অবস্থান করছেন। 

 

ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। বিনা পারিশ্রমে শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে মহাসড়কের ব্যস্তময় পয়েন্টে যানজট আটকা পড়তে দেননি। যার ফলে চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।

 

এদিকে যানবাহন চালক, যাত্রী, পথচারীসহ ব্যবসায়ীরা শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/