সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মাছ ধরার সহজ কৌশল

মাছ ধরার সহজ কৌশল

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

কক্সবাজার সমুদ্র সৈকতের প্রায় অর্ধ শত পয়েন্টে ‘ডেইলি ফিশিং বোট’ মাছ ধরা হয়। সমুদ্র ঢেউয়ের কারণে এসব নৌকা কুলে ভিড়তে পারেনা। তাই আগে ১৫ থেকে ২০ জন লোক দিয়ে এসব নৌকা ঠেলে কুলে দিতো। এতে যেমন জেলেদের অতি খাটনি করতে হতো তেমনি সময় লাগতো বেশি। এই সমস্যা থেকে উত্তোরণের বিকল্প হিসেবে এখন জীপ দিয়ে মাছ ধরার এসব নৌকা কূলে আনা হয়।

সাবরাং এলাকার জেলে সিরাজ মিয়া বলেন- ‘আগে মাছ নিয়ে কূলে ফিরতে সময় লাগতো এক ঘন্টা। আর সাগরে নামতে এক ঘন্টা সময় লাগতো। এখন জীপ দিয়ে নৌকা টানার কারনে সাগরে উঠতে নামতে সময় লাগে ১০ মিনিট। যার কারনে মাছ ধরা সহজ হয়ে গেছে।’

টেকনাফের জেলেরা জানান- ‘এখন প্রতিটি বোট দৈনিক প্রায় ১০ হাজার টাকা আয় করছে। ডেইলি বোটের মাছ ধরার উপর নির্ভর করে ২০ পরিবারের জীবন নির্বাহ হয়।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/