সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / মাত্র দু’মাসের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন বিশ্বকাপ শিরোপা

মাত্র দু’মাসের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন বিশ্বকাপ শিরোপা

Sports

এম.আর মাহবুব; কক্সভিউ :

বিশ্ব ক্রিকেটে ছোট ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দ্বিতীয়বারের মতো ঘরে তুলেছে ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ। অথচ ১৬ দলের ২২ দিনের এই ব্যাট বলের যুদ্ধ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের গায়ে ফেভারিট দলের তক্মা ছিল না। ক্যারিবীয় দ্বীপ পুঞ্জের বাসিন্দারাও প্রিয় দলকে নিয়ে এত আত্মবিশ্বাসী ছিল না। বিশ্ব মিডিয়ায়ও ফেভারিট দলের তালিকায় ছিল না। কিন্তু সেমিতে টপ ফেভারিট ভারতকে স্তব্ধ করে দেয়া দলটি ফাইনালে দারুণ ফর্মে থাকা ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ক্যারিবীয়রা। ক্যারিবীয়দের জন্য আরও সুখের খবর।

এর আগে ৩ এপ্রিল বিকেলে পুরুষদের শিরোপার ঠিক আগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের ফাইনালে হট ফেভারিট অস্টেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ৩ এপ্রিল দিনটি যেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্যই এসেছিল। তার আগে জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ -১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় ব্রায়ান লারা, কোর্টলি এ্যামব্রোসের শিষ্যরা। মাত্র দু’মাসের ব্যবধানে তিন বিশ্বকাপের শিরোপা জিতে ক্যারিবীয়রা প্রমাণ করেছে ছোট ফরম্যাটের ক্রিকেটে তারাই সেরা। কেবল এসব বিশ্ব সেরার শিরোপা ওয়েস্ট ইন্ডিজকে ভাল মানায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

হঠাৎ উত্তাল ঈদগাঁও : টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ : দু’পক্ষের প্রতিবাদ সমাবেশ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচনী আমেজে হঠাৎ উত্তাল হয়ে পড়েছেন কক্সবাজারে ঈদগাঁওর রাজপথ। মহাসড়কের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/