সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মাদক বিরোধী অভিযানেও চলছে ইয়াবা পাচার : ২১ হাজার ইয়াবাসহ আটক ৬

মাদক বিরোধী অভিযানেও চলছে ইয়াবা পাচার : ২১ হাজার ইয়াবাসহ আটক ৬

টেকনাফে—

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবা পাচারকারী ফের সক্রিয় হয়ে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এদিকে সেই সমস্ত মাদক কারবারীদের ধরতে অগ্রনী ভুমিকা পালন করছে টেকনাফ থানার পুলিশ সদস্যরা। সেই সূত্র ধরে ১ আগষ্ট পুলিশের পৃথক ২টি অভিযানে ৬ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধার করেছে ২১ হাজার ইয়াবা।

এব্যপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, বুধবার ১ আগস্ট বিকাল ৫ টায় টেকনাফ সদর ইউনিয়ন কচুবনিয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ৩ কারবারীকে আটক করে পুলিশ। ধৃতরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন রাজারছড়া এলাকার ফজল করিমের ছেলে মোঃ আয়াছ(২০), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের লাল মিয়ার ছেলে রোহিঙ্গা হাসমত উল্লাহ (২১) টেকনাফ সদর কচুবনিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সুরত আলম (৩২)। থানার এসআই সাইদুল ইসলাম ও সজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অপরদিকে হোয়াইক্যং ফাঁড়ী পুলিশ বুধবার সকাল সাড়ে ৭টার সময় হোয়াইক্যং লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করে। আটককৃতরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের গুদারবিল এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রহিম(৪৭), হ্নীলা রঙ্গীখালী এলাকার আলী হোসেনের ছেলে সোহেল রানা(২২), টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার আমিন ড্রাইভারের ছেলে মো. জাবেদ (২০)। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসার এস আই মো. বোরহান উদ্দিন ভ্ুঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।

সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, চলমান মাদক বিরোধী অভিযানে আমাদের সদস্যরা পালন করে যাচ্ছে কঠোর ভুমিকা সেই ধারাবাহিকতায় আটক করা হচ্ছে মাদক কারবারে জড়িত ব্যক্তিদেরকে। পাশাপাশি উদ্ধার হচ্ছে প্রচুর পরিমাণ ইয়াবা।

তিনি আরো বলেন, ১ আগষ্ট পৃথক ২টি অভিযানে আটককৃত ৬ জন ইয়াবা পাচারকারীর বিরুদ্বে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণের প্রস্তুত চলছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/