সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / মাশরাফি ভাই একজনই: রুবেল হোসেন

মাশরাফি ভাই একজনই: রুবেল হোসেন

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাট থেকে মাশরাফি বিন মুর্তজার আচমকা অবসরে অবাক হয়েছিলেন সবাই। বাংলাদেশ দলের ক্রিকেটাররা আকাশ থেকেই পড়েছিলেন। সবচেয়ে অবাক হয়েছিলেন পেসার রুবেল হোসেন। অবসরের পর মাশরাফি বলেছিলেন, তার কারণেই নাকি রুবেল দলে সুযোগ পাচ্ছেন না।

আর সবার মতো যেটা রুবেলও কখনই বিশ্বাস করেন না। তবে বিষয়টি নিয়ে চুপই থাকতে হয়েছে ডানহাতি এই পেসারকে। অধিনায়কের এমন মন্তব্যে কোনো পতিক্রিয়া দেননি তিনি। তবে মাশরাফির টি-টোয়েন্টি থেকে বিদায় নেয়াটা এখনও মানতে পারছেন না তিনি। টি-টোয়েন্টিতে মাশরাফির সাথে খেলতে পারবেন না, এটা ভেবেই বিষন্ন হয়ে উঠতে দেখা গেলো রুবেলকে।

রোববার মিরপুরে মাশরাফির অবসর নিয়ে রুবেল বলেন, ‘ছোট বেলা থেকেই আমি মাশরাফি ভাইয়ের ভক্ত, তিনি একজন আদর্শ ক্রিকেটার। ছোটবেলা থেকেই ফলো করি উনাকে। উনার সাথে হয়তো আর টি-টোয়েন্টি খেলা হবে না। এজন্য খুব খারাপ লাগছে। প্রত্যেকটা পেস বোলারের শেখার আছে তার কাছ থেকে।’

রুবেলের কাছে মাশরাফির তুলনা নেই। বাংলাদেশের এই গতি তারকার কাছে ভাই, পথ নিদের্শক বা নেতা মাশরাফি একজনই, ‘মাশরাফি ভাই একজনই। আরও অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। খেলার বাইরেও তার সাথে কথা বলা উচিত আমাদের।’

বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের বেশিরভাগ মাশরাফির ভক্ত জানিয়ে রুবেল বলেন, ‘এখনও যারা উঠে আসছে সবাই কিন্ত মাশরাফি ভাইয়ের ভক্ত। উনার দূর্ভাগ্য, উনাকে অনেকবার সার্জারি করাতে হয়েছে। নিজের মনের কাছে সে শক্তিশালী তাই আন্তর্জাতিক ক্যারিয়ার টেনে নিয়ে যেতে পেরেছেন। বিশ্ব ক্রিকেটে এমন কেউ নেই দুই পায়ে এত অপারেশন নিয়েও খেলা চালিয়ে গেছেন।’

বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন রুবেল হোসেনও। কিন্তু পুরো সফরে দর্শক সারিতেই থাকতে হয়েছে তাকে। কোনো ম্যাচেই তাকে বিবেচনায় আনা হয়নি। তবে এসব নিয়ে ভাবছেন না ডানহাতি এই বাংলাদেশ পেসার। তার সব মনোযোগ এখন ১২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দিকে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/