সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / মুমিনুলের আরো একটি রেকর্ড

মুমিনুলের আরো একটি রেকর্ড

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসেও রেকর্ড গড়লেন মুমিনুল হক। এখন টেস্টে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। এর আগে এ রেকর্ডের মালিক ছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ সেই রেকর্ড নিজের করে নিলেন টেস্ট স্পোশালিস্ট মুমিনুল হক। ৫৬ রান করে মুকুটে সাফল্যের নতুন পালক লাগান তিনি।

এর আগে প্রথম ইনিংসেও রেকর্ড গড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেদিন বাউন্ডারি হাঁকিয়ে শতক করার পাশাপাশি গড়লেন রেকর্ড। তার ৯৬ রানে করা সেঞ্চুরিটি টেস্টে বাংলাদেশের হয়ে কোনো ব্যাটসম্যানের করা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। আর সেঞ্চুরি করেই উল্লাসে ফেটে পড়েন মুমিনুল।

২০১৪ সালে সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুমিনুল। চার বছর পর চট্টগ্রামে আবার সেই কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা পেলেন এই ব্যাটসম্যান। ১৩ বাউন্ডারি দিয়ে শতক সাজিয়েছেন তিনি।

প্রথম ইনিংসে ১৭৬ রানে থেমেছিলেন মুমিনুল। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৫১৩ রানরে বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। আজও ভরসা তিনি।

প্রথম দিন তার পারফরমেন্স দেখে ক্রিকইনফোর ধারাভাষ্যকার বলেন, ‘অনেক দিন ধরেই ওপেনিংয়ে তামিমের যোগ্য সঙ্গীর অভাবে ভুগছে বাংলাদেশ, কেন মুমিনুলকে সুযোগ দেয়া হচ্ছিল না? তার ব্যাটিং অনেক বৈচিত্রময়, নানা ধরণের শট খেলছেন। খুব দ্রুত রান তুলেন তিনি। কোন মেজাজে টেস্ট খেলতে হয়, সেটাও ভালোভাবে জানেন তিনি। তার ব্যাটিং গড়ও ভালো। চন্দিকা হাতুরুসিংহ দায়িত্বে থাকাকালীন মুমিনুলকে সুযোগ দেননি, কিন্তু এখন কেন দেয়া হচ্ছে না? সৌম্য, ইমরুল, সাব্বিরের ব্যাটিং ক্যারিয়ারে অনেক খারাপ স্কোর আছে।’            সূত্র:globetodaybd.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/