সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মেহেরঘোনা রেঞ্জে কর্মকতার নেতৃত্বে ঈদগাঁওতে নির্মাণাধীন অবৈধ ঘর উচ্ছেদ : বনজ দ্রব্য পাচারকালে ডাম্পার জব্দ

মেহেরঘোনা রেঞ্জে কর্মকতার নেতৃত্বে ঈদগাঁওতে নির্মাণাধীন অবৈধ ঘর উচ্ছেদ : বনজ দ্রব্য পাচারকালে ডাম্পার জব্দ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের মেহেরঘোনা রেঞ্জ কর্মকতার নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে নির্মাণাধীন এক অবৈধ ঘর উচ্ছেদসহ বনজদ্রব্য নিয়ে পাচারের চেষ্টাকালে এক ডাম্পার গাড়ী জব্দ করার খবর পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, ১ডিসেম্বর সকাল ১১টার দিকে মেহেরঘোনা রেঞ্জের কালিরছড়া বিট এলাকায় পি এফ ডি বাগানে একটি নির্মাণাধীন অবৈধ ঘর উচ্ছেদ করা হয়। এসময় ১ একর জায়গা দখলমুক্ত করা হয়। এ অভিযানে কালিরছড়া বিট কর্মকতা, ষ্টাফ ও ভিলেজারগন অংশ নেন।

২৯ ডিসেম্বর মেহেরঘোনা রেঞ্জের, মেহেরঘোনা বিটের চান্দেরঘোনা এলাকার ছৈয়দ আলমের একটি ডাম্পার বনজদ্রব্য নিয়ে পাচারের চেষ্টা কালে বিট কর্মকতা, ষ্টাফগণ অভিযান চালিয়ে বনজ দ্রব্যসহ ডাম্পারটি জব্দ করা হয়।

উল্লেখ্য যে, বিগত মাসে ১১টি বন অপরাধ উদঘাটিত হয়। পাহাড় কাটা, গাছকাটার দায়ে ৯ জনের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়। ৩২০ ঘনফুট কাঠ ও দুটি ডাম্পার আটক করা হয়।

এ ব্যাপারে মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা মামুন মিয়া কক্সভিউ ডট কম’কে উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/