সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / মে মাস থেকে চালু হবে টেলিটকের ফোরজি সেবা : মোস্তাফা জব্বার

মে মাস থেকে চালু হবে টেলিটকের ফোরজি সেবা : মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাস থেকে টেলিটক চতুর্থ প্রজন্মের (ফোর-জি) সেবা চালু করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

২৪ জানুয়ারি বুধবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। খবর বাসস।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘টেলিটক নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সব বিভাগীয় শহরে ফোর-জি সেবা চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।’

তিনি বলেন, ‘গ্রাহকসংখ্যা বৃদ্ধিতে টেলিটকের নেটওয়ার্ক পরিধি বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে দুটি প্রকল্প চলমান রয়েছে। এ দুটি প্রকল্প শেষ হলে উপজেলা পর্যায়ে নিরবচ্ছিন্ন তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক কভারেজ দেওয়া সম্ভব হবে।’

গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে থ্রিজি গ্রাহকসংখ্যা প্রায় ছয় কোটি চার লাখ ১৯ হাজার বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। সূত্র:ফারজানা মাহাবুবা-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/