সাম্প্রতিক....
Home / জাতীয় / মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা হচ্ছে : ফরাসউদ্দিন

মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা হচ্ছে : ফরাসউদ্দিন

ছবি : সংগৃহীত

দেশে বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে ১০০ টাকায় চার্জ হিসেবে গ্রাহকদের কাছ থেকে এক টাকা ৮৬ পয়সা নিচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। যা প্রায় দুই টাকার সমান। এটা গ্রাহকদের সঙ্গে এক ধরনের প্রতারণা বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

আজ বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত উপকর কমিশনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এসব কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বলেন, দেশের মোবাইল ব্যাংকিং নিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তামাশা করছে। তারা মানুষকে ঠকাচ্ছে। যেখানে ব্যাংকিং পদ্ধতিতে নেয় ৪০ পয়সা। সেখানে মোবাইল ব্যাংকিংয়ে চার্জ ৪০ পয়সার বেশি হওয়া উচিত নয়। বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা দরকার বলে মনে করেন তিনি।

এনবিআর যে বিভিন্ন সময় গ্রাহকের ব্যাংক হিসাব দেখতে চায়, এটা বিশেষ প্রয়োজন না হলে  করা উচিত নয় বলেও মনে করেন ফরাসউদ্দিন। তিনি বলেন, কেবল সুনির্দিষ্ট অভিযোগ থাকলে গ্রাহকের ব্যাংক হিসাব দেখা যেতে পারে। কারণ এটা মানুষের আমানত, তা রক্ষা করতে হবে। এ ছাড়া এনবিআর বিভিন্ন সময় অভিযোগের পরিপ্রেক্ষিতে চিঠি দেয়। এ ক্ষেত্রে যথাযথ সম্মান দেখিয়ে চিঠি দেওয়া প্রয়োজন।

কর ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় নিয়ে আসলে সচ্ছতা বাড়বে। এতে কর আহরণও বৃদ্ধি পাবে। তাই রাজস্ব বাড়াতে কর ব্যবস্থাপনা আধুনিকায়ন করার প্রস্তাব দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।

‘চার কোটি পরিবার হলে কেন আমরা ১০ ভাগ লোকের কাছ থেকে কর নিতে পারি না। কেন তাদের বুঝাতে পারি না। দোষ কাদের? সম্পূর্ণ করবান্ধব একটি পরিস্থিতি সৃষ্টি করতে হবে। কর প্রদানকারীদের ভালোভাবে বুঝাতে হবে দেশ গড়ার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে।’

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘এরই মধ্যে করদাতার সংখ্যা ২৭ লাখ ১৮ হাজার অতিক্রম করেছে। দিন দিন এ সংখ্যা বাড়ছে। বর্তমানে মোট রাজস্বের মধ্যে আয়কর খাত থেকে ৩৭ শতাংশ কর আহরিত হয়। এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের লক্ষ রাখতে হবে জনগণের ওপর করের বোঝা যেন না বাড়ে।

সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, এনবিআর সদস্য মো. আবদুর রাজ্জাক, আলমগীর হোসেন প্রমুখ।

সূত্র:ntvbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/