সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘যত দ্রুত কোটা সংস্কার, ততই মঙ্গল’

‘যত দ্রুত কোটা সংস্কার, ততই মঙ্গল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ও প্রশাসনের সমর্থন আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে সংস্কারের যে দাবি, সেটি আমার তরফ থেকে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা সংহতি জানিয়েছি। সরকার যেন দ্রুত একটি ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে, যাতে তাদের স্বাভাবিক একটা জীবন চলে আসে।’

তিনি বলেন, ‘পিতা-মাতা, পরিবারের প্রতি, বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের শিক্ষার্থীদের একটা দায়বদ্ধতা আছে। তারা কখনো ক্লাসও বর্জন করেনি, পরীক্ষাও বর্জন করেনি। তারা শুধুই এই সংস্কারের আন্দোলনে গিয়ে তারা কিছু যৌক্তিক কথা বলেছে যে, যুগের পরিবর্তনের সঙ্গে এই পরিবর্তন খুবই জরুরি।’

উপাচার্য বলেন, ‘আমার তরফ থেকে সরকারের কাছে খুব স্পষ্টভাবে ও জোরালোভাবে বিষয়টি উপস্থাপন করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, শিক্ষক ও প্রশাসন আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করেছে। কারণ সংস্কার এমন একটি বিষয় যেটা বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে যায়।’

তিনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় স্থিতিশীল অবস্থায় থাকে না, এটি একটি চলমান প্রক্রিয়া যেখানে সব সময় সংস্কারকে স্বাগত জানানো হয়। আমরা একেবারে যৌক্তিকভাবে মনে করি সংস্কারের খুবই প্রয়োজন আছে এবং সেটি যতো দ্রুত করা যায় ততই মঙ্গল।’

মো. আখতারুজ্জামান বলেন, ‘এখন যুগের এমন পরিবর্তন হয়েছে যে, আমাদের শিক্ষার্থীরা পড়াশুনা শেষ করে দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে চায়, এ রকম দৃষ্টিভঙ্গি ইতোমধ্যেই তাদের মধ্যে তৈরি হয়েছে। যৌক্তিক দাবিকে সদয় বিবেচনা না করেই সেটিকে বিলম্বিত কিংবা প্রলম্বিত করলে তাতে ভোগান্তি বাড়ে।

তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে প্রধানমন্ত্রীকে বলেছি, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারেই সহমত পোষণ করে। ইতোমধ্যে একটি মিটিং হয়েছে তাতে ৭ মের কথা বলা হয়েছে, তবে আমার মনে এটি যত দ্রুত করা যায় ততই মঙ্গল।’

উপাচার্য বলেন, ‘এক সময় যে নীতিমালা প্রণীত হয়েছিল, সেই নীতিমালা যে যুগ যুগ ধরে চলতে থাকবে এটি ধারণাগতভাবে যায় না। নীতিমালার কোথায় সংযোজন করবে, কোথায় বিয়োজন করবে সে ব্যাপারে সরকারে সংশ্লিষ্ট দফতর বসে দ্রুত একটি সিদ্ধান্তে আসার দাবি শিক্ষার্থীদের পক্ষে আমরা জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি বিষয়গুলো বিশ্লেষণ করে দেখলাম তারা কোটা বিরোধী নয়, তারা বলেছে কোটা সংস্কার। যদিও বিষয়টি অনেক সময় ভুলভাবে উপস্থাপিত হয়েছে। কোটা বিরোধী শব্দটি ব্যবহার করে অনেকে শিক্ষার্থীদের প্রতি রূঢ় ব্যবহার করে, সেটি কোন ক্রমেই যোক্তিক নয়।’

সূত্র:আয়েশা সিদ্দিকা শিরিন-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/