সাম্প্রতিক....
Home / জাতীয় / যাবজ্জীবন মানেই ‘আমৃত্যু’ কারাদণ্ড

যাবজ্জীবন মানেই ‘আমৃত্যু’ কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড মানেই ‘আমৃত্যু’ কারাবাস এমন রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

১৬ বছর আগে সাভারের জামান হত‌্যা মামলার রায় জানাতে গিয়ে ২৪ এপ্রিল সোমবার এ রায় দেয় সুপ্রিম কোর্ট।

রায়ের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে আদালত বলেছে, দণ্ডবিধির ৫৩ ধারা ও ৪৫ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হবে আমৃত্যু কারাবাস।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এ রায়ের ফলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সবাইকে আমৃত্যু কারাগারে থাকতে হবে।’

তবে সেই নির্দেশনা অনুযায়ী, যাবজ্জীবন বলতে আমৃত্যু কারাদণ্ডের বিষয়টি শুধু ৩০২ ধারায় খুনের শাস্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যেসব ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সেসব মামলার কারাদণ্ডের মেয়াদ আমৃত্যু নাও হতে পারে বলেও আদালত অভিমত দিয়েছেন।

যেমন- বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪ ধারায় নরহত্যা, ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৩৭৭ ধারায় অস্বাভাবিক যৌনাচারের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

যদিও ফৌজদারি কার্যবিধি বলছে, ‘দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে ৩০ বছর মেয়াদী কারাবাসের সমতুল্য বলে গণ্য হবে।’

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার তিন আসামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে যে রায় দিয়েছিলেন, ২৪ এপ্রিল সোমবার সেই রায়ের ৯২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই পূর্ণাঙ্গ অনুলিপিতেই এমন পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/