সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার দাবি করছে উত্তর কোরিয়া। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম এরকম একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ার দাবি করেছে উত্তর কোরিয়া। ২৯ নভেম্বর বুধবার সকালে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলে তা জাপানের জলসীমায় বিস্ফোরিত হয়। এই ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থাতেই বিষয়টি জেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, বিষয়টি আমরা দেখব। আর প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, দেশটি পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, পিয়ংইয়ং তার নিউক্লিয়ার রাষ্ট্র হওয়ার লক্ষ্য পুরণ করতে পেরেছে। বলা হচ্ছে এর আগে পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।

দেশটির তরফে বলা হয়েছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি কৌণিক দূরত্বে চার হাজার ৪৭৫ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। তবে বুধবারের পরীক্ষার সময়ে এটি ৫৩ মিনিট সময়ে ৯৬০ কিলোমিটার পাড়ি দিয়েছে।

জাপানি কর্তৃপক্ষ বলেছে, এটি জাপানের আকাশের ওপর দিয়ে যায়নি। উত্তরাঞ্চলীয় উপকূলের ২৫০ কিলোমিটার দূরে বিস্ফোরিত হয়েছে এটি।

এই বিষয়ে জরুরি আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক আহবান করা হয়েছে।

উত্তর কোরিয়ার সম্প্রতি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিশ্বব্যাপী উত্তেজনা ছড়িয়েছে। গত সেপ্টেম্বরে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ওই মাসেই ষষ্ঠ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থাতেই এটি সম্পর্কে জানতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ বিষয়ে বলেছেন, ‘আমরা বিষয়টি দেখব।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, ‘তাদের চালানো যেকোনো পরীক্ষা দিন দিন বাড়ছে।’

ইতোমধ্যে জাপান আর দক্ষিণ কোরিয়া এই পরীক্ষার নিন্দা জানিয়েছে।

 

সূত্র:জাহিদুল ইসলাম জন-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/