সাম্প্রতিক....
Home / জাতীয় / যেসব দেশে চলছে বাংলাদেশ বিমান

যেসব দেশে চলছে বাংলাদেশ বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে বিশ্বের ১২টি দেশের ১৫টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সংসদে সরকারি দলের মাহমুদ উস সামাদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী জানান, ভারত (কলকাতা), মিয়ানমার (ইয়াংগুন), থাইল্যান্ড (ব্যাংকক), সিঙ্গাপুর, মালয়েশিয়া (কুয়ালালামপুর), নেপাল (কাঠমান্ডু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই ও আবুধাবি), ওমান (মাস্কাট), কাতার (দোহা), কুয়েত, সৌদি আরব (রিয়াদ, জেদ্দা ও দাম্মাম) এবং যুক্তরাজ্য (লন্ডন) এই দেশগুলোতে চলছে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান।

তিনি বলেন, বাণিজ্যিক সম্ভাব্যতা ও উপযুক্ত উড়োজাহাজ সংগ্রহ সাপেক্ষে স্থগিতকৃত দিল্লী ও হংকং এবং নতুন গন্তব্য হিসেবে গোয়াংজু, কলম্বো ও মালে-তে বিমানের সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সূত্র:মেহেদী হাসান/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/