সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে কাঠ ভর্তি পিকআপ আটক

রামুতে কাঠ ভর্তি পিকআপ আটক

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলায় বনবিভাগের অভিযানে আবারো চোরাই কাঠ ভর্তি পিকআপ আটক হয়েছে।

সোমবার ৬ এপ্রিল গভির রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল সোনাইছড়ি গ্রাম থেকে পাচার কালে বিপুল পরিমান আকাশমনি কাঠগুলো উদ্ধার করে বনবিভাগ।

এসময় চট্টমেট্রো- জ ১১-০০৪১নং ১টি পিকআপও আটক করে।

কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের নির্দেশে বাকঁখালী রেঞ্জ ও বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব কাঠসহ গাড়ীটি আটক করে।

বাকঁখালী রেঞ্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ আতা ইলাহী জানান, বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশনায় বনজ দ্রব্য ধবংসকারি ও চোরাচালানী চক্রের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বনবিভাগের অভিযান জোরদার করা হয়েছে এবং উক্ত কাঠগুলো আটক করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/