সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে র‍্যাবের হাতে ইয়াবাসহ আটক ১

রামুতে র‍্যাবের হাতে ইয়াবাসহ আটক ১

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু’র বাইপাস ফুটবল চত্বরের আমতলীয়া পাড়া হাজী মোহাম্মদ হোসাইন এন্ড সন্স ম্যানশনের দক্ষিণ দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে ২৬ অক্টোবর সোমবার বেলা ১টার সময় র‍্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে এক কোটি টাকার ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে র‍্যাব-১৫। আটককৃত ইয়াবা কারবাবী মোঃ আয়াস উদ্দিন (২৫)এর হাতে থাকা শপিং ব্যাগ থেকে এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। আয়াস উদ্দিনের সাথে আরো ২ জন ইয়াবা কারবারী এসময় পালিয়ে যায়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আয়াস উদ্দিন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডাক্তারকাটা গ্রামের আবদুল করিম ও লায়লা বেগমের পুত্র।

র‍্যাব-১৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও আটক আসামীকে রামু থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে।পলাতক আসামী দুই জনকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/