সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে হরিনের মাংস বিক্রি, জরিমনা আদায়

রামুতে হরিনের মাংস বিক্রি, জরিমনা আদায়


কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালার চা বাগান এলাকায় হরিণের মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত হওয়ায় বন্যপ্রাণী আইনে রমজান হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা। ২৬ শে অক্টোবর সোমবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, আমরা গোপনসুত্রে খবর পেয়ে ওই স্থানে যাই এবং সত্যতা নিশ্চিত করি এবং মোবাইল কোট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য রামুর চা বাগান এলাকায় রমজান হোটেলসহ সকল হোটলকে সাবধান করে সতর্ক করা হয়। যদি তারা ভবিষ্যৎতে কোনো অবৈধ খাবার পরিবেশন করে তাহলে নিদিষ্ট আইনে দন্ডিত হবেন।

অভিযান পরিচালনার সময় রামু উপজেলা প্রশাসনের কর্মকতাগন, আনসার ব্যাটালিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/