সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুর কাউয়ারখোপে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে হতাহত-৫

রামুর কাউয়ারখোপে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে হতাহত-৫

কামাল শিশির; রামু :
কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপে বিজিবি -মিয়ানমারের গরু পাচারকারী সংঘর্ষে নিহত এক, আহত ৪।

৮ই এপ্রিল (শনিবার) রাত ৯টায় এ হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, কাউয়ারখোপ বাজারের পাশে ডেপারকুল এলাকা হতে রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধ ভাবে আনা গরু নাইক্ষ্যংছড়ি বিজিবি জব্দ করলে বিজিবির সাথে গরু সিন্ডিকেট ব্যবসায়ীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ধাওয়া পাল্টা ধাওয়া শেষে বিজিবি গরু গুলি নিয়ে পূর্ব কাউয়ারখোপ আসলে আবারও গরু সিন্ডিকেট ব্যবসায়ীদের সাথে বিজিবির সংঘর্ষ হয়।

বিজিবি জানান, এসময় তাদের উপর ইট পাট কেল নিক্ষেপ করা হয়। এসময় তাহারা আত্মরক্ষার জন্য গুলি ছুড়ে এবং বিজিবির ৪ জন সদস্যও আহত হয়। আহত সদস্যরা নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নেন।

এলাকাবাসী জানান, এ সময়ে আবদু জব্বার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তি পশ্চিম কাউয়ারখোপ মৃত জাগের আহাম্মদের ছেলে, নিহত আবদু জব্বারের লাশ নিয়ে যায় নাইক্ষ্যংছড়ি বিজিবি। রামু থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় মেম্বার আবদুল আজিজ জনান অবৈধ গরু ব্যবসা বন্ধ না করলে এ ধরনের ঘটনা আবারও পুনরাবৃত্তি হবে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান এলাকাবাসী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/