সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুর নতুন বাজারে কার্ভারভ্যানের ধাক্কায় কার গাড়ীর পেছনের অংশে ভাঙ্গন : রক্ষা পেল নারীসহ চারজন

রামুর নতুন বাজারে কার্ভারভ্যানের ধাক্কায় কার গাড়ীর পেছনের অংশে ভাঙ্গন : রক্ষা পেল নারীসহ চারজন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের রামু উপজেলার ট্রান্সপোর্ট নামক এলাকায় কার্ভারভ্যানের ধাক্কায় একটি কারগাড়ীর পেছনের অংশ ভেঙ্গে গেছে। ৩০ আগষ্ট দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে নতুন বাজার ট্রান্স পোর্ট নামক স্থানে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে রক্ষা পেল নারীসহ চারজন।

সূত্র মতে, উক্ত স্থানে কক্সবাজারমুখী কার বাসটি ব্রেক করলে, পেছনে থেকে একদিনের মুরগীর বাচ্চাভর্তি ভার্ভারভ্যান গাড়ীটি তাৎক্ষণিক ব্রেক করতে না পারায় ধাক্কা লেগে কারের পেছনের গ্লাস ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে তুলাতলী হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কার্ভার ভ্যান ও দুর্ঘটনা কবলিত কারগাড়ীটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে।

এদিকে কাভার ভ্যানের চালক রিপন জানান, বড় ধরনের ঘটনা ঘটেনি। সামান্য ধাক্কা লেগেছে ছোট একটি পরিবহনে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/06/Sagar-10-6-24.jpeg

ঈদগাঁওতে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র একধাপ এগিয়ে : রোগীরা সন্তুষ্ট

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওতে চক্ষু প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র একধাপ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/