সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় ১২ আনসার ব্যাটালিয়নের ডেঙ্গু প্রতিরোধে লিপলেট বিতরণ ও র‍্যালী

লামায় ১২ আনসার ব্যাটালিয়নের ডেঙ্গু প্রতিরোধে লিপলেট বিতরণ ও র‍্যালী

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2023/08/Dengu-BGB-Rafiq-3-8-23.jpeg?resize=540%2C330&ssl=1

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
ডেঙ্গু বর্তমান সময়ে প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। শহরের সীমানা পেরিয়ে গ্রামীণ জনপদেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু বিষয়ে এখনো সাধারণ মানুষের অনেক অজ্ঞতা রয়েছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামা ১২ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় এক সচেতনতামূলক র‍্যালী ও স্থানীয় পাহাড়ি বাঙ্গালী জনগণের মাঝে লিপলেট বিতরণ করা হয়েছে।


উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন ১২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আল-আমীন ও কোম্পানী কমান্ডার মোঃ মনিরুল ইসলাম, কোম্পানী কমান্ডার মুহাম্মদ রকিবুল হাসান এবং ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।


১২ আনসার ব্যাটালিয়ন পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, দেশের যে কোন বিষয়ে ও দুর্যোগে এগিয়ে আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের এই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/