সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আটক সন্ত্রাসী সুমন ত্রিপুরা।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার সরই ইউনিয়নের দূর্গম মেরাইত্তা নয়া মুরুং পাড়া থেকে শনিবার ভোর ৫টায় সুমন ত্রিপুরা (৩০)কে আটক করা হয়। সে সরই ইউনিয়নের টংগঝিরি এলাকার জুই জুরাম ত্রিপুরার ছেলে।

মেরাইত্তা নয়া মুরুং পাড়ার বাসিন্দা মেনচাই মুরুং (৪৮) জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সন্ত্রাসী সুমন ত্রিপুরা সঙ্গীয় ৮/৯ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের পাড়ায় চাঁদা আদায়ের জন্য আসে। এসময় পাড়াবাসি একহয়ে সন্ত্রাসীদের তাড়া করলে অন্যান্যরা পালিয়ে যায় এবং একটি দেশীয় বন্দুক সহ সুমন ত্রিপুরাকে আটক করে এলাকাবাসি। পরে সেনাবাহিনীকে খবর দিলে লামা সাব জোনের একটি সেনাদল রাতে দূর্গম মেরাইত্তা নয়া পাড়া থেকে অস্ত্রসহ সুমন ত্রিপুরাকে আটক করে নিয়ে আসে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, সরই ইউনিয়নের দূর্গম নয়া পাড়া এলাকার স্থানীয় জনতা অস্ত্রসহ সুমন ত্রিপুরা নামে একজন আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ধৃত ব্যক্তিকে লামা থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে গ্রহণের মামলা প্রস্তুতি চলছে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/