সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় নিরাপত্তা চেয়ে সাংবাদিকের থানায় অভিযোগ

লামায় নিরাপত্তা চেয়ে সাংবাদিকের থানায় অভিযোগ

Selim - Rafiq - lama 18.08.16 news 1pic f2

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
লামায় প্রাণের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছে মো. সেলিম উদ্দিন (৩০) নামে এক সাংবাদিক। সে আজিজনগর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক মৈত্রী পত্রিকার আজিজনগর প্রতিনিধি। মো. সেলিম উদ্দিন আজিজনগরের ৩নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার শফিকুল আলম এর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজিজনগর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার বিষয়ে সংবাদ পরিবেশন করেন সাংবাদিক সেলিম। প্রকাশিত সংবাদে জের ধরে এই প্রাণ নাশের হুমকি সহ গালিগালাজ ও খারাপ মন্তব্য করে একই এলাকার বদিউল আলমের ছেলে এইচ.এম জাহাঙ্গীর ও মৃত ফজু মিয়ার ছেলে মীর আহাম্মদ। ১৭ আগষ্ট বুধবার রাত ৯টায় আজিজনগর বাজারের ইসমাইলের মোবাইলের দোকানে বসেছিল সেলিম। সেখানে উপস্থিত হয় অভিযুক্ত ২জন। কথা কাটাকাটির একপর্যায়ে তার গায়ের দিকে ছুটে আসেন এবং খুব গালমন্দ করেন। অবস্থা ভাল না দেখায় দৌড়ে পালিয়ে গিয়ে নিশ্চিত হামলা থেকে রক্ষা পায় সেলিম। তারপর পরের দিন ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে নিরাপত্তা চেয়ে স্বশরীরে এসে লামা থানায় ২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে সাংবাদিক সেলিম।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মীর আহাম্মদ বলেন, আজিজনগরে তো আরো অনেক সাংবাদিক আছে তাদের সাথে কেন সমস্যা হয়না। এলাকার মানুষ কাজকর্ম করতে না পারলে কি করে চলবে? সাধারন মানুষ জীবিকার প্রয়োজনে ঝিরি থেকে বালু তুলে আমরা ক্রয় করি। তাছাড়া আমরা কাউকে কোন প্রকার হুমকি দেয়নি।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করতে এ.এস.আই অপু বড়ুয়াকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/