সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় বন বিভাগের অভিযানে ৩ লক্ষ টাকার মূল্যবান কাঠ জব্দ : আটক ১

লামায় বন বিভাগের অভিযানে ৩ লক্ষ টাকার মূল্যবান কাঠ জব্দ : আটক ১

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামা বন বিভাগের তৈন রেঞ্জ থেকে অবৈধভাবে পাচারকালে পৃথক অভিযান চালিয়ে ১৯৭ ঘনফুট মূল্যবান চাম্পাফুল ও সেগুন গাছ জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বন কর্মীরা কাঠ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সকল কাঠ জব্দ করেছে। এছাড়া তৈন রেঞ্জের অফিসার ঘোনার সংরক্ষিত বনাঞ্চলে পয়েন্টে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নূর খাঁন নামে একজনকে আটক করা হয়। সে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাগান পাড়ার লাল মিয়ার ছেলে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।

তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা জানান, সোমবার দিবাগত রাত ২টায় একটি কাঠচোর সিন্ডিকেট মাতামুহুরী নদীপথে ৩টি ইঞ্জিল চালিত নৌকায় দূর্লভ চাম্পাফুল কাঠ পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় লামা বন বিভাগের তৈন রেঞ্জের বন কর্মীগণ। এসময় সিবাতলীস্থ মাতামুহুরী নদী থেকে ৫৭ টুকরা (৮২.৬৫ ঘনফুট) চাম্পাফুল কাঠ জব্দ করা হয়।

আরেক অভিযানে আলীকদমের সোনাইছড়ি এলাকা থেকে বিজিবি’র সহায়তায় ৮৭ টুকরা (১১৫ ঘনফুট) মূল্যবান সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মেদ বলেন, বন বিভাগ সরকারী বনজ সম্পদ রক্ষায় ও অবৈধ কাঠ পাচার রোধে সতর্ক রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/