সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / লামায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার : বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিল্কী রানী দাশ নির্বাচিত

লামায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার : বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিল্কী রানী দাশ নির্বাচিত

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় ১৩জন প্রার্থীর মধ্যে হতে ২জন চেয়ারম্যান, ১জন ভাইস চেয়ারম্যান ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শনিবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় ৬জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি এক পরিপত্রে নিশ্চিত করেছেন, লামা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নববিন্দু নারায়ণ চাকমা।

সূত্র জানায়, লামা উপজেলায় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র নেন। এরমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেন, স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের, রফিক উদ্দিন চৌধুরী। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রত্যাহার করেন, স্বতন্ত্র প্রার্থী মো. তৈয়ব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রত্যাহার করেন, সোলতানা নাজমা, কুলছুমা বেগম ও শারাবান তহুরা ত্রিপুরা।

বর্তমানে নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে থাকছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা জামাল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেতারা আহমদ ও স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর। ভাইস চেয়ারম্যান পদে থাকছেন, মো. জাহেদ উদ্দিন, নুরুচ্ছফা ও মো. দিদারুল হক চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে ৩জন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিল্কী রানী দাশ নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটানিং অফিসার নববিন্দু নারায়ণ চাকমা বলেন, লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন হতে ৩জন প্রত্যাহার করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিল্কী রানী দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকী রয়েছে।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে লামা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/