সাম্প্রতিক....
Home / জাতীয় / শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করেছে সরকার: খালেদা জিয়া

শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করেছে সরকার: খালেদা জিয়া

সেমিনারে বক্তব্য রাখছেন খালেদা জিয়া

সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

১৩ মে শনিবার সন্ধ্যায় রাজধানীর লেডিজ ক্লাবে ‘বাংলাদেশের বর্তমান বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।’ ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সেমিনারের আয়োজন করে বিএনপি।

সেমিনারে খালেদা জিয়া বলেন, শিক্ষার সব উদ্দেশ্য আজ ভূলুণ্ঠিত।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।’

শিক্ষা মানুষকে ভিন্নমত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করছে। তারা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। সরকার ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করেছে।’

বিএনপির দেওয়া ভিশন-২০৩০ সম্পর্কে সেমিনারে খালেদা জিয়া বলেন, ‘শিক্ষা সম্পর্কে সেখানে যা বলা হয়েছে, তা ক্ষমতায় যাওয়ার প্রথম পাঁচ বছরেই করা যাবে না। তবে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে।’

ভিশন-২০৩০ এ জাতীয় টিভিতে একটি পৃথক শিক্ষা টিভি চালু করা, স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করাসহ ১৪টি রূপকল্প ঘোষণা করেন খালেদা জিয়া।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/