সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / শেষ মুহূর্তে গোল করেও সেমিতে ওঠা হলো না মরিশাসের

শেষ মুহূর্তে গোল করেও সেমিতে ওঠা হলো না মরিশাসের

প্রায় হারতে বসা ম্যাচ শেষ মুহূর্তে ঘুরিয়ে দিল মরিশাস। অতিরিক্ত সময়ের দারুণ এক গোলে করলো ড্র। কিন্তু স্বপ্নপূরণ হলো না। সেমিফাইনালে উঠতে পারলো না আফ্রিকার দ্বীপ রাষ্ট্রটি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের ম্যাচে যোগ করা সময়ের গোলে সমতায় ফিরে মরিশাস। কিন্তু সেশেলসের সঙ্গে ২-২ গোলের ড্র তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে উঠেছে সেশেলস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ্বে দাপট দেখিয়েই খেলেছে সেশেলস। ১৮ মিনিটে জার্ভিস ওয়ে-হাইভের গোলে এগিয়ে যায় দলটি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেরি মনিয়েই। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেশেলস।

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মরিশাস। ৬৬ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন জ্যাসন ফেরে। আর যোগ করা সময়ে আরও এক গোল শোধ করে দলকে সমতায় ফেরান অ্যাদ্রিয়েন ফ্রানকোইস।

শেষ পর্যন্ত ওই ২-২ সমতায়ই ম্যাচের ইতি ঘটেছে। ড্র করেও রাজ্যের খুশি সেশেলস। মাঠেই মেতেছে শেষ চারে ওঠার আনন্দে। বুধবার প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/