সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ১৫ সদস্যের স্কোয়াডে একমাত্র বিস্ময় ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে টম ব্লনডেলের অন্তর্ভুক্তি। এছাড়া স্পিনার ইস শোধিকেও রাখা হয়েছে স্কোয়াডে।

ছয়বার সেমিফাইনাল এবং একবার ফাইনাল খেলা নিউজিল্যান্ড ইংল্যান্ডে ভাগ্যের সিকে ছিড়তে মরিয়া।

কোচ গ্যারি স্টিড জানিয়েছেন ‘ইংল্যান্ড এন্ড ওয়েলসে হতে যাওয়া এবারের আসরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।

তিনি বলেন, ‘আমারা ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছি। আমরা সত্যিই মনে করি, এই দল টুর্নামেন্টে আমাদের অনেক দূর নিয়ে যাবে।’

‘আমরা যদি আমাদের সামর্থ্যের কাছাকাছি খেলতে পারি তাহলেই নিউজিল্যান্ডকে গর্বিত করতে পারবো।’

গত মাসে নিয়মিত উইকেট কিপার টম লাথাম ঘরোয়া ম্যাচে খেলতে গিয়ে আঙুলে চোট পাওয়ায় ব্যাকআপ উইকেটকিপার ব্লুন্ডেলকে রাখা হয়েছে।

মিচেল স্যাটনারের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন ইস শোধি এবং টোড অ্যাশলে।

পেস আক্রমণে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং ম্যাট হেনরির সঙ্গে অলরাউন্ডার জিমি নিশাম এবং কলিন ডি গ্রান্ডহোমরা তো থাকছেনই।

অভিজ্ঞ মার্টিন গাপটিলের সঙ্গে ওপেনিংয়ে হয়তো দেখা যাবে হেনরি নিকোলসকে। এছাড়া কেন উইলিয়ামসনের সঙ্গে নিজেদের চতুর্থ বিশ্বকাপে ব্লাকক্যাপদের ব্যাটিং লাইনআপের মেরুদন্ড হিসেবে কাজ করবেন রস টেইলর।

 

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লুন্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্রান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যাটনার, ইস শোধি, টিম সাউদ এবং রস টেইলর।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/