সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সার্ক ফিল্ম ফেস্টিভালে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

সার্ক ফিল্ম ফেস্টিভালে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

Nekabbarer Mohaproyan

সার্ক ফিল্ম ফেস্টিভাল ২০১৬–তে যাচ্ছে বাংলাদেশের ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। শ্রীলংকার কলম্বোতে আগামী ১ থেকে ৬ জুন পর্যন্ত চলবে এ উত্সব। মাসুদ পথিক পরিচালিত এ ছবিটি দেখানো হবে ২ জুন।

আনুষ্ঠানিকভাবে উত্সবে অংশগ্রহণের চিঠি পান পরিচালক মাসুদ পথিক। জানালেন, যাচ্ছেন তিনি কলম্বোতে। বললেন, ‘আমার জন্য এটা আনন্দের সংবাদ। বাংলাদেশ থেকে এ বছর আমার ছবিটিই অংশ নিচ্ছে। ছবিটি দেখে উত্সবে আসা দর্শক মুগ্ধ হবেন বলেই আমার বিশ্বাস।’

মাসুদ পথিক জানান, এটি ছাড়াও আগামী ৪ জুন কলকাতায় নজরুল মঞ্চে আয়োজিত টেলিসিনে অ্যাওয়ার্ড ২০১৬–তে একটি বিশেষ পুরস্কার পাচ্ছেন তিনি। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটি ২০১৪ সালের সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।

নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মামুনুর রশীদ, প্রবীর মিত্র, শিমলা, জুয়েল, বাদল শহিদ, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, রানী সরকার, রেহানা জলি, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সুচি, সোহেল বয়াতি প্রমুখ।

সূত্র:banglamail24.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/