সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সালমানের জেলে যাওয়ার পেছনের রাজনীতি কী ছিল?

সালমানের জেলে যাওয়ার পেছনের রাজনীতি কী ছিল?

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার শ্যুটিংয়ের ফাঁকে কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড হয়ে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। তবে শনিবার তাকে জামিন দিয়েছেন যোধপুরের আদালত।

বৃহস্পতিবার সালমান খানের সাজার আদেশ ঘোষণার পর এ মামলার নেপথ্যের বিষয়গুলো ঘুরে ফিরে আসছে সংবাদমাধ্যমে। গুরুর আদেশ পালন করতে গিয়েই বিষ্ণোই সম্প্রদায়ের লোকজন ওই মামলা দায়ের করেন বলে উঠে এসেছে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে।

জানা যায়, রাজস্থানের পিপাসার গ্রামের এক রাজপুত পরিবারে ১৪৫১ সালে জন্ম নিয়েছিলেন জাম্বেশ্বর নামের এক ব্যক্তি। তিনি বিষ্ণুর উপাসনা করতেন। পরবর্তীতে তিনিই বিষ্ণোই সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণেই সম্প্রদায়টির নাম হয় ‘বিষ্ণোই’।

গুরু জাম্বেশ্বরের মূল বক্তব্য ছিল সুস্থভাবে বাঁচতে হলে পশুপাখি-গাছপালারও প্রয়োজন রয়েছে। তিনি ভক্তদের বলতেন প্রকৃতিকে বাঁচানোর কথ। মোট ২৯টি নিয়মের (আদেশ) কথা বলে গিয়েছিলেন গুরু জাম্বেশ্বর। যার প্রথম ৮টিতে বলা হয়েছে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার কথা। পরের ৭টি বিধি হলো সামাজিক ব্যবহার-সংক্রান্ত। পরের ১০টি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে। শেষ ৪টিতে রয়েছে প্রতিদিনের পুজোর নিয়মাবলী।

মূলত গুরু জাম্বেশ্বরের বাণী বা আদেশ পালন করতে গিয়ে সালমানের বিরুদ্ধে ১৯৯৮ সালে যোধপুরের বিষ্ণোই সম্প্রদায়ের লোকজন বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১নং ধারায় মামলা করেন। ওই মামলার রায়েই সালমানের সাজা হয়।

সালমানের সাজার পর বিষ্ণোই সম্প্রদায়ের অন্যতম প্রধান মুরুব্বি রনবীর বিষ্ণোই সংবাদমাধ্যমকে বলেন, আমাদের ইতিহাসই এরকম। গাছ বা প্রাণীদের বাঁচাতে একজন বিষ্ণোই জীবন পর্যন্ত দিতে পারে। প্রায় ৩০০ বছর আগে খেজরি গাছের জঙ্গল বাঁচাতে আমাদের নারীরা যোধপুরের রাজার বাহিনীর হাতে প্রাণও দিয়েছিলেন।

জনশ্রুতি আছে, ১৭৩০ সাল নাগাদ যোধপুরের মহারাজা খেজরির বন সাবাড় করে সেখানে নিজের জন্য একটি প্রাসাদ বানাতে চেয়েছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলেন বিষ্ণোই সম্প্রদায়ের অমৃতা দেবী। আর তাতে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ৩৬২ জন বিষ্ণোই।

তাই বলা যায়, বিষ্ণোইদের ধর্মবিশ্বাস, প্রকৃতিপ্রেম আর অকল্পনীয় জেদের কারণেই সাজা পেতে হলো বলিউডের এই অভিনেতাকে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/