সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / সুইজার‍ল্যান্ডকে বিদায় করে শেষ আটে সুইডেন

সুইজার‍ল্যান্ডকে বিদায় করে শেষ আটে সুইডেন


গত দুই বিশ্বকাপে সুযোগই পায়নি সুইডেন। ইতালির মতো দলকে বিদায় করে বিশ্বকাপে জায়গা করে নিলেও শুরুতে সেভাবে পাত্তা দেয়নি কেউ। গ্রুপ পর্বে জার্মানির কাছে হারের পর বিদায় ঘন্টাও প্রায় বেজেই গিয়েছিলে। সেই সুইডেন আজ পার করলো শীর্ষ ষোলোর প্রতিবন্ধকতা। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে উঠে গেলো কোয়ার্টার ফাইনালে।

ফলাফলটা ছাড়া মাঠের লড়াইয়ে আধিপত্য ছিলো সুইজারল্যান্ডেরই। বলের দখল এবং অন টার্গেট শটে এগিয়ে ছিলো তারাই। তবে শেষ হাসিটা হেসেছে ১৯৫৮ বিশ্বকাপের রানার্সআপরাই।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এমিল ফরবেগস। শেষ আধা ঘন্টায় সুইডিশ রক্ষণে একের পর এক হানা দিয়েও শেষ রক্ষা হয়নি সাকিরিদের। অগত্যা যোগ করা সময়ে পেনাল্টির খাড়ায় পড়ে যায় সুইডেন। যদিও ভিডিও রিভিউতে দেখা যায়, ঘটনাটি বক্সের বাইরে ছিলো।

শীর্ষ ষোলোর শেষ ম্যাচে ইংল্যান্ড এবং কলম্বিয়ার মধ্য থেকে যারা জিতবে তাদেরই শেষ আটে মোকাবেলা করতে হবে সুইডেনের।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/