সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / সুষ্ঠুভাবে জন্মাষ্টমী উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে জন্মাষ্টমী উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বার্তা পরিবেশক :

আগামি ২৩ আগস্ট সনাতন ধর্মালম্বীদের মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব জন্মাষ্টমী। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে কক্সবাজারের জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার।

বুধবার (২১ আগস্ট) বিকাল ৪ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য জেলা হচ্ছে কক্সবাজার। প্রত্যেক ধর্মানুসারিরা তাদের ধর্মীয় অনুষ্ঠান যথাযথ মর্যদায় উদযাপন করছে নির্বিঘ্নে। সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবে জন্মাষ্টমী উদযাপনে সর্বতো নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রত্যেক উপজেলাসহ ইউনিয়নে আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত থাকবে পুলিশ।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ জন্মাষ্টমী উৎসব সফল করার আশা ব্যক্ত করে বলেন, প্রতিটি উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে কক্সবাজার মুখরিত থাকে। শান্তি সম্প্রীতির মাধ্যমে আগামিতেও সকল উৎসব উদযাপন অব্যাহত থাকবে। তিনি এসময় দেশের পুলিশ বিভাগের দেয়া সর্বোচ্চ পদক পাওয়ায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে অভিনন্দন জানান।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল (নাজির) বলেন, প্রত্যেক উপজেলা, পৌরসভা, ইউনিয়নে জন্মাষ্টমী উদযাপন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২২ আগস্ট জন্মাষ্টমীর মহাশোভাযাত্রার পাশাপাশি দুইদিনব্যাপী উৎসব করা হবে। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য মহাশোভাযাত্রাসহ পালিত হবে ধর্মীয় ব্যাপক কর্মসূচি।

জেলাব্যাপী উৎসবমূখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন সফল করতে প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ সভাপতি রতন দাশ, উদয়শংকর পাল মিঠু, অধ্যাপক অজিত দাশ, যুগ্ম সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, মহিলা সম্পাদিকা দীপ্তি শর্মা, পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক মিটুন কান্তিসহ বিভিন্ন উপজেলা পূজা কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/