সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / সেন্টমার্টিন দ্বীপে ১০ হাজার কারেন্ট জাল পুড়ে ধ্বংস করে দিল নৌবাহিনী

সেন্টমার্টিন দ্বীপে ১০ হাজার কারেন্ট জাল পুড়ে ধ্বংস করে দিল নৌবাহিনী

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
বাংলাদেশ নৌবাহিনী সদস্যরা সেন্টমার্টিন সাগর উপকূলে বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ১০ হাজার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এরপর স্থানীয় জনতার সামনে নিষিদ্ধ কারেন্ট জাল গুলো পুড়ে ধ্বংস করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাংগু কর্তৃক ধারাবাহিক বোর্ডিং অপারেশন চলাকালীন ২৮ এপ্রিল রাত ৯ ঘটিকার সময় টেকনাফ সেন্টমার্টিন উপকুল পশ্চিম বীচ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয় নৌবাহিনী।
এই জাল গুলোর সরকারী মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা হবে বলে জানায় তারা।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে নৌবাহিনী সাংগু জাহাজের সাঃ লেঃ এম,এ,কে আজাদ জানান, জব্দকৃত কারেন্ট জালগুলো ২৯ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় সেন্টমার্টিন উপকূল পূর্ব বীচ এলাকায় দায়িত্বরত নৌবাহিনীর স্টেশন কমান্ডার, স্থানীয় জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই সময় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের বেশ কয়েকজন ইউপি সদস্য, সরকারী কর্মকর্তা, কর্মচারী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/