সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সেরা ফিল্মের সম্মান পেল ‘নির্বাসিত’

সেরা ফিল্মের সম্মান পেল ‘নির্বাসিত’

মুnirbashitoক্তির আগে থেকেই সংবাদ শিরোনামে ছিল চূর্ণী গঙ্গোপাধ্যায়ের প্রথম পরিচালিত এই ছবি। ইন্টারন্যাশনাল ফিল্ম সার্কিটেও প্রশংসিত হয়েছে তা। সদ্যসমাপ্ত ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে স্থান পায় এটি। দেশের একমাত্র মহিলা পরিচালকের ছবি হিসাবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এন্ট্রি ছিল ‘নির্বাসিত’র।

তসলিমা নাসরিন ও তাঁর সাদা বেড়াল মিনুকে নিয়ে তৈরি ছবির আড়ালে লেখকের ‘নির্বাসিত’ জীবনকেই তুলে ধরেছেন চূর্ণী। এক সময় সেরা বিদেশি ছবি হিসাবে অস্কারের দৌড়েও ছিল এই ছবিটি। যদিও শেষ পর্যন্ত তা মরাঠি ছবি ‘কোর্ট’-এর কাছে পিছিয়ে পড়ে।

জেতার খবরে উচ্ছ্বসিত চূর্ণী অবশ্য জানতেনই না ‘নির্বাসিত’ কোচির চলচ্চিত্র উত্সবে পুরস্কার জিতেছে। এমনকী সেখানে ছবির স্ক্রিনিং-ও মিস করেন তিনি। শনিবার একটা অচেনা নম্বর থেকে ফোন এলে চূর্ণী জানতে পারেন, কোচি উত্সবে ইন্ডিউড প্যানোরামা সেকশনে সেরার সম্মান পেয়েছে ‘নির্বাসিত’।

-প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/