সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / স্টেডিয়াম নির্মাণে শেষ পর্যায়ের কাজ চলছে কাতারে

স্টেডিয়াম নির্মাণে শেষ পর্যায়ের কাজ চলছে কাতারে

২০২২ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্টেডিয়াম নির্মাণে ব্যস্ত আয়োজক দেশ কাতার। কিছু কিছু স্টেডিয়ামের কাজ ৭০ শতাংশ সম্পন্ন হলেও, এখনও বাকি রয়ে গেছে অনেক কাজ। আয়োজকদের দাবি নির্ধারিত সময়ের মধ্যেই সবগুলো স্টেডিয়াম নির্মাণের কাজ সম্পন্ন হবে। এক্ষেত্রে ফিফার পরামর্শও নেয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।

বিশ্বকাপের ২২তম আসর বসবে কাতারে। ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক দেশ কাতার। এখন পর্যন্ত ৮টি ভেন্যুতে খেলা হবার কথা রয়েছে। কিন্তু এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি স্টেডিয়ামগুলোর নির্মাণ কাজ। অনেক স্টেডিয়ামের অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হলেও বাইরের কাজ অসম্পন্ন রয়ে গেছে। অবশ্য আয়োজকদের দাবী নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে স্টেডিয়াম নির্মাণ কাজ।

কাতার সুপ্রিম কমিটি ফর ডেলিভারি এন্ড লিগ্যাসির মহাসচিব হাসান আল থাওয়াদি বলেন, আমাদের লক্ষ্য, ২০২২ বিশ্বকাপের শুরু থেকেই সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করা। ফিফা যেভাবে চেয়েছে আমরা আমাদের স্টেডিয়ামগুলো ঠিক সেভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। যেহেতু এত বড় সুযোগ আমরা পেয়েছি, তাই কোন ভুলত্রুটি হোক সেটা আমরা চাই না। একটা সুন্দর বিশ্বকাপের আসর উপহার দিতে যা যা করনীয় সব করতে আমরা সর্বদা প্রস্তুত। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

ভেন্যুগুলোর একটি এডুকেশন সিটি স্টেডিয়াম। যা পুরোটাই তৈরি হবে ইসলামিক আর্কিটেকচারের আদলে। হিরার সঙ্গে সদৃশ রেখে এমনভাবে স্টেডিয়ামটি তৈরি করা হবে যা সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর বাইরের সৌন্দর্যেও পরিবর্তন আসবে। যা দেখে মনে হবে মরুভূমির মধ্যে এক টুকরো অলঙ্কার। তবে, নির্মাণাধীন এই স্টেডিয়াম নিয়ে রয়েছে ফিফার ভিন্ন চিন্তা।

হাসান আল থাওয়াদি বলেন, এডুকেশন সিটি স্টেডিয়াম নিয়ে ফিফা আমাদের কিছু পরামর্শ দিয়েছে। সেটা আগামী ফিফা কংগ্রেসে তুলে ধরা হবে। তার আগে এ সম্পর্কে আমরা কিছুই বলতে পারছিনা। তবে, এতটুকু বলতে পারি যা হবে আমাদের দেশ ও ফুটবল উভয়ের জন্যই মঙ্গল হবে।

এদিকে, গেলো বিশ্বকাপে খেলতে পারেনি নেদারল্যান্ডস। তবে কাতার বিশ্বকাপে সুযোগ পেলে নেদারল্যান্ড ভালো কিছু করবে বলে বিশ্বাস সাবেক ডাচ ফুটবলার রুড খুলিতের।

তিনি বলেন, আমাদের এখন একটা ভালো দল আছে। তবে, জার্মানির কাছে হারায় আমরা কিছুটা চাপে আছি। কিন্তু এখনও একটা সুযোগ আছে। আমার বিশ্বাস সেটা কাজে লাগিয়ে আমরা জিতবো এবং বিশ্বকাপে যাবোই।

প্রচণ্ড গরমের কারণে একসময় সমালোচনার ঝড় ওঠে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে। তবে, সব সমালোচনা মাড়িয়ে ২০২২ বিশ্বকাপে কেমন আয়োজন করে কাতার এখন সে অপেক্ষাতেই চেয়ে আছে ফুটবলবিশ্ব।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/