সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / হ্নীলা ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি বদি

হ্নীলা ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি বদি

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। রবিবার সকালে এই দৃষ্টিনন্দন নতুন ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান এইচ কে আনোয়ারের সভাপতিত্বে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উখিয়া-টেকনাফে শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে উখিয়া-টেকনাফের আমূল পরিবর্তন হবে।

তিনি আরো বলেন, উন্নয়ন যারা করে ভোট দিতে হবে তাদের। যারা উন্নয়ন করেনি অথচ জনগনকে নানা ভাবে বিভ্রান্ত করার চেষ্টায় আছে তাদের প্রতিহত করতে হবে। বিশেষ করে বিএনপি নেতারা যারা উখিয়া-টেকনাফকে পিছিয়ে পড়া জনপদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তাদের ব্যাপারে জনগনকে সতর্ক থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফের অব্যাহত উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আনতে হবে। তাহলেই এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি আরো বলেন, রোহিঙ্গা আসার কারনে ক্ষতিগ্রস্ত উখিয়া-টেকনাফের জনগনের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি রয়েছে। ইতিমধ্যে দুই উপজেলার প্রায় ২০ হাজার মানুষকে ভিজিএফ এর মাধ্যমে চাল প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে আরো সহায়তা দেয়া হবে। বর্তমান সরকারের উন্নয়নের সুফল জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই জনগনের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকতা রবিউল হাসান, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা প্রকৌশলী আবছার উদ্দিন, টেকনাফ পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক এম. এ বাহাদুর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার আলম প্রমূখ।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/