সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ১২ মাসের জন্য নিষিদ্ধ হলেন স্মিথ-ওয়ার্নার

১২ মাসের জন্য নিষিদ্ধ হলেন স্মিথ-ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ছবি: সংগৃহীত

কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি থেকে বেঁচে গেলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। শুধু এক বছরের জন্য আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার সব ধরনের ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওই দুজনের পাশাপাশি আরেক তরুণ ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকেও নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার তিনজনকে দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার আদেশ দেওয়া হয়। দেশে ফিরে গিয়েই স্মিথরা তাদের শাস্তি জানতে পারেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড শাস্তির বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, শাস্তির বিষয়টি লিখিত আকারেও ক্রিকেটারদের অবহিত করা হবে।

এর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতির আওতায় শাস্তি পান স্মিথ ও ব্যানক্রাফট। স্মিথকে এক টেস্ট ও ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। আর ব্যানক্রাফটকে দুই ডিমেরিট পয়েন্ট দিয়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়।

সূত্র:মেহেরিনা কামাল মুন-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/